1_New_nato_chief_jens_আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর নয়া প্রধান জেনস স্টোলটেনবার্গ বৃহস্পতিবার কাবুলে এসেছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তিনি বৈঠক করবেন। আফগানিস্তানে আগামী মাসে ন্যাটো জোটের সামরিক মিশন শেষ হচ্ছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ১৩ বছরের অভিযান শেষ করার প্রস্তুতির প্রেক্ষাপটে ন্যাটো প্রধান এ সফরে এলেন।

ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে স্টোলটেনবার্গ ২০১৫ সালে রিস্যুলিউট সাপোর্ট মিশন শুরুসহ ন্যাটো – আফগান সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গ গত মাসে ন্যাটো প্রধানের দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম আফগানিস্তান সফর।

আফগানিস্তানে ২০১০ সালে ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোসের্র (আইএসএএফ) সদস্য সংখ্যা ছিল এক লাখ তিরিশ হাজার যা বর্তমানে নেমে দাঁড়িয়েছে ৩৪ হাজারে। এর মধ্যে ১২ হাজার ৫শ আগামী ২০১৫ সাল পর্যন্ত আফগান সৈন্য ও পুলিশদের প্রশিক্ষণ দেয়ার লক্ষে সেখানে অবস্থান করবে। এসব সৈন্যের অধিকাংশ আমেরিকান।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য