Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় ভ্যানচালক শফিকুল ইসলাম শফি (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার। বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের রাইগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার আমলা গ্রামের সেকেন্দার আলী পুত্র ভ্যানচালক শফিকুল ভ্যান বোঝাই খড় বিক্রির জন্য পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকায় পৌঁছিলে বগুড়া থেকে কাঁচ ভর্তি একটি ট্রাক রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুলের খড় বোঝাই ভ্যানকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। তবে ট্রাকের হেলপারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাৎক্ষনিক তার নাম জানা যায়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য