PIC-04একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ পার্বতীপুর আন্তঃজেলা কেন্দ্রীয় বাসটার্মিনালের চার মাথা মোড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী’র সাবেক আমির ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আছরের নামাজের পরে উল্লেখিত স্থানে প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে জানাযা নামাজ পড়ান পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন। জানাযা নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের কোন টিভি চ্যানেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর সংবাদ ঘোষনা করার পর বা টিভি স্কিনে লেখা খবরের পরে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহ রাজিউল লেখা ছিল না কেউ মুখে বলেনি। এজন্য তিনি সরকারসহ তাদের ধিক্কার জানান। জানাযা শেষে মোনাজাতের মাধ্যমে গায়েবানা জানাযা নামাজ শেষ করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য