10_Kona-Singerচলচ্চিত্রে এতদিন গানের মাধ্যমেই উপস্থিতি ছিল তার। তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন আনেক অভিনয়শিল্পী। তবে এবার আর ঠোঁট মেলানো নয়, সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে সংগীতশিল্পী কনা হয়েই হাজির হবেন তিনি। এই প্রসঙ্গে কনা জানালেন, ছোটবেলায় সিনেমার দু-একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি, তবে সেগুলো উল্লেখযোগ্য কোনো কিছু নয়। ‘ইউটার্ন চলচ্চিত্র নিয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করলেন তিনি। চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেও তার বিশ্বাস। আগামী মাসের শুরুতে কনার অংশের শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে ঢাকার আশপাশে চলচ্চিত্রটির শুটিং চলছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য