01 Dakater vaipo (3)গ্রামের অবস্থাপন্ন পরিবার খান সাহেবের। এক সকালে খান সাহেবের কাছে আসে এক যুবক। যুবকের নাম টিংকু তালুকদার। তিন কুলে তার কেউ নেই। বাবা মৃত্যুর আগে বলেছিল, তার এক চাচা জীবিত আছে। ঐ চাচার খোজ পেলে তার ভাগ্য ফিরে যাবে। সে তার চাচাকে খুজতে খুজতে এ গ্রামে এসে পড়েছে। আরো তিন গ্রামে খুজেছে। পায় নি। খান সাহেব জানতে চান,  তার চাচা করে কি? টিংকু বলে, তার চাচা এই ৫/৭ গ্রামাঞ্চলের সবচেয়ে কুখ্যাত ডাকাত পাংখা তালুকদার। ডাকাতের ভাইপো শুনে খান সাহেব একটু ভড়কে যান। ডাকাত চাচাকে খুজতে সে পেয়ে যায় আরেক ডাকাতের সন্ধান। এসব নিয়ে নাটকটির কাহিনী আবর্তীত। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, আখম হাসান, ফারুক আহমেদ প্রমুখ। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং তরুন নির্মাত মোশাররফ হোসেন লিটন এর পরিচালনায় ‘ডাকাতের ভাইপো’ নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য