1aবীরগঞ্জ (দিনাজপুর) সংবাদাতাঃ বীরগঞ্জে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ঝাড়বাড়ী কলেজর প্রভাষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পোষ্ট অফিস পাড়ার বাসিন্দা মো:নুরুল ইসলামের কন্যা ঝাড়বাড়ী কলেজের কৃষি বিষয়ের প্রভাষক নাজনিন আক্তার প্রভাষক নুপুর (২৮) সকাল সারে ৯টায় পিতার সাথে মোটরসাইকেল যোগে কলেজ যাওয়ার পথে বীরগঞ্জ- ঝাড়বাড়ী পাকা রাস্তার শতগ্রাম ইউনিয়নের জামতলী পৗছালে বিপরিত দিক থেকে আসা একটি রিক্সা-ভ্যান ও বাই-সাইকেল মুখোমুখি অবস্থানে হাইড্রোলিক ব্রেককষলে মোটরসাইকেলসহ পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত  হন ও ঘটনাস্থলেই নিহত হয় প্রভাষক নুপুর । স্থানীয় লোকজন নিহত প্রভাষক নাজনিন আক্তার নুপুরের বাবা নুরুল ইসলামকে গুরুতর আহত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে প্রেরন করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য