02 Karinaপাতৌদি রাজ পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান এই মুহূর্তে সন্তানের মা হতে চান না বলে জানিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও কারিনা কাপুরের বাবা রণধীর কাপুর। কিছুদিন ধরেই বলিউডে একটা কথা ঘুরে বেড়াচ্ছিলো, তাহলো মা হতে চলেছেন কারিনা। আর এই বিষয় নিয়ে কিছুতেই মুখ খুলছিলেন না কারিনা-সাইফ দম্পতি। অবশেষে সাংবাদিকদের প্রশ্নের বেড়াজালে পরে মুখ খুললেন পরিবারের গুরুজন ও কারিনা বাবা রণধীর কাপুর। তিনি বলেন, ‘সে (কারিনা) আমাকে বলেছে, এই মুহূর্তে মা হওয়ার কোনো ইচ্ছাই তার নেই।’ তিনি হতাশা প্রকাশ করে আরো বলেন, ‘বর্তমান সময়ের ছেলেমেয়েরা কারো পরামর্শই গ্রহণ করে না। তবে কারিনা সুখে থাকলেই আমি খুশি।’

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য