BGB Photo -04 October 2014মোঃ মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল বিজিবি ঢাকাগামী নীল সাগর ট্রেনে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ী আটক করে।

বিজিবি সুত্রে জানা যায়, গত শনিবার (৪ অক্টোম্বর) সকাল ৬টায় বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার সানির হোসেনের নেতৃত্বে বিজিবি হিলি-পাঁচ বিবি ষ্টেশনের মাঝিমাঝি স্থানে ঢাকাগামী নীল সাগর ট্রেনে তল্লাশি চালিয়ে চালিয়ে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক করে। আটককৃত শাড়ীর বিষয়ে হাবিলদার সানির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব শাড়ী আটক করা হয়।

এবিষয়ে, ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল জাহিদুর রশীদ শাড়ী আটকের সত্যতা নিশ্চি করে জানান, মাদক দ্রব্যে ও চোরাচালান প্রতিরোধে আমি আমার অধীনস্থ সকল বিজিবিকে সর্তকতার সহিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। তিনি আরো জানান, চোরাচালান ও মাদক দ্রব্যে পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য