urlমোঃ আব্দুস সালাম ,চিরিরবন্দরঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা পদ্মফুলের তীব্র সঙ্কট থাকায় উপজেলার সনাতন ধর্মালম্বীরা পূজার ফুল নিয়ে মহাবিপাকে পড়েছেন। শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডবে অষ্টমী পূজার ১০৮ টি করে পদ্মফুলের দরকার। জানা গেছে চিরিরবন্দরের ১২ টি ইউনিয়নে ১৩৩টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হওয়ার প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৬৪ টি পদ্মফুলের প্রয়োজন। বর্তমানে নদী-নালা, খালবিল, আবদ্ধ জলাশয় শুকিয়ে যাওয়ায়, এমনকি ধান ও মাছ চাষ হওয়ার জলাশয়গুলোতে পদ্মফুলের দেখা মিলছে না। ফলে পূজা মন্ডবে পুরোহিতরা পূজার ফুল নিয়ে মহাসঙ্কটে পড়েছেন। অনেক পূজা মন্ডপে ১০৮ টি ফুলের পরিবর্তে প্রায় ২০-৩০ টি ফুল চড়াদামে কিনে পাঁপড়ি দিয়ে কোনোরকমে পূজা চালিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের হরান্দপুর গ্রামের খোকারাম রায় জানান, এক সময় হয়তো আর থাকবেনা পদ্ম ফুল। তখন কাগজে-কলমে অথবা পাঠ্যবই থেকে পরবর্তী প্রজন্মের ধারণা নিতে হবে। তাই পদ্ম ফুলের রক্ষা করতে হলে সরকারি-বেসরকারিভাবে পদ্মফুল চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য