Dinajpur Pic 30-09-14দিনাজপুর প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনসুর রহমান বলেছেন, ভালো ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজের কোন বিকল্প নেই। সেকারনে ভালো ও মানসম্পন্ন বীজ সম্পর্কে বীজ ব্যবসায়ীদের অভিজ্ঞতা থাকতে হবে। এত ব্যবসায়ীরা যেমন ব্যবসায়ীক লাভবান হবে তেমনি কৃষকও ভালো ফসল উৎপাদন করতে পারবে। বেশী ফসল উৎপাদন হলে দেশও সমৃদ্ধ হবে।

মঙ্গলবার সকালে দিনাজপুর হর্টিকালচার সেন্টারের হল রুমে অটো ক্রপ কেয়ার লিঃ ও কৃষি বানিজ্য প্রতিষ্টান আয়োজিত বীজ-কীটনাশক ব্যবসায়ীদের প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান  এবং অটো ক্রপ কেয়ার লিঃ ও কৃষি বানিজ্য প্রতিষ্টানের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এম বাবুল আকতার।

প্রশিক্ষন কর্মশালায় জেলার ৫০ জন বীজ-কীটনাশক ব্যবসায়ী অংশ নেয়। প্রশিক্ষনে মিরাকেল, ডেনালি, টাইটানসহ হাইব্রিড জাতের ভুট্টা বীজ সম্পর্কে বীজ ব্যবসায়ীদের ধারনা ও প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন শেষে বীজ ব্যবসায়ীদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য