09 rituporna-senguptaঅগ্নিদেবের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন টালিউড রানী ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবির নাম ‘তেরে আনে সে’। জানা গেছে, ঋতুপর্ণার সঙ্গে পূরব কোহলিকে দেখা যাবে পরিচালক অগ্নিদেব চ্যাটাজির্র ছবিতে। পূরব এর আগে কোনওদিন কলকাতায় আসেন নি। আর তাই ঋতুপর্ণা তার গাইড হয়ে প্রথমেই নিয়ে গেলেন কুমোরটুলিতে। নস্টালজিক ঋতুপর্ণা জানালেন, ছোটবেলায় বাবার হাত ধরে পুজোর আগে কুমোরটুলিতে দেবী মূর্তি গড়া দেখতে যেতেন উনি। আর পূরবের জন্য এই অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। তিনি এইবার প্রথম দুর্গা পুজোয় কলকাতায় থাকবেন, তাই খুব এক্সাইটেড। অগ্নিদেবের বাড়িতে প্রত্যেকবছর দুর্গা পুজো হয় আর এই বছর পূরবও সেখানে আমন্ত্রিত।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য