Hili Mapমোঃ মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিগত ৩ দিনের টানা বর্ষণে সীমান্তবর্তী শহর হিলি এখন বন্যায় প্লাবিত। কখনো একটানা আবার কখনো থেমে থেমে বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন দেড়-দুই ফুট পানির নিচে। শহরের চারমাথা মোড় এখন দুই ফুট পানির নিচে। ফলে বন্দরের আমদানি-রপ্তানি কাজই নয় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও।

সরেজমিনে জানা যায়, বন্যায় শহরের অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি, প্রি-ক্যাডেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিভিন্ন কোচিং প্লাবিত হওয়ায় ক্লাস ও প্রি-টেস্ট পরীক্ষা সাময়িক বাতিল করা হয়েছে।

উপজেলা গেট, পানামা হিলি পোর্ট লি. এর গেট, সিপি রোড, বেইলি ব্রিজ ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পানিতে পরিপূর্ণ। বিভিন্ন গ্রামে মাটির বাড়ি ভেঙে পড়ায় তারা মালামালসহ অন্যত্র নিরাপদ আশ্রয় খুঁজছে। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও চরম দুর্ভোগ পোহাচ্ছে। কমপ্লেক্সের নিম্নতলা পানিতে প্লাবিত হওয়ায় জরুরী বিভাগসহ অন্যান্য বিভাগের স্বাভাবিক কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য