News_Pic_From Fulbari_Dinajpur_12-09-14ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষন এর সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চক সাহাবাজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার  ভিডিপি অধিদপ্তর এর উদ্দেগ্যে চক সাহাবাজপুর গ্রামের ৬৪ জন যুবক ও যুবতিকে গত ৩১ আগষ্ট থেকে ১১ সেপ্টেম্বর পযন্ত  ১০দিন ব্যাপী এই প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন এর সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। এসময় অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর কাউন্সিলর মোতাহার হোসেন, আনসার ভিডিপি এর মহিলা পরিদর্শক মাহামুদা বেগমসহ আনসার ভিডিপির কর্মকর্তা গন। সভায় প্রশিক্ষন প্রাপ্ত চক সাহাবাজপুর গ্রামের ৩২ জন যুবক ও ৩২ জন যুবতিকে আনসার ভিডিপির সদস্যদের সনদপত্র বিতরন করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য