02. Sunny_Leonঅভিনেত্রী সানি লিওনকে তার পরবর্তী সেক্স কমেডি ‘মস্তিজাদে’তে যমজ বোনের ভূমিকায় দেখা যাবে। লায়লা আর লিলি লেলে। এই ৩৩ বছরের পর্ন-স্টার এই ছবিতে ভীর দাস এবং তুষার কাপুরের সঙ্গে রোম্যান্স করবেন।  ‘মস্তিজাদে’-র পরিচালক মিলাপ জাভেরি আর এই ছবির প্রযোজক প্রীতিশ নন্দী। সানি জানিয়েছেন, আমি এর আগে কোথাও যমজ বোনের ভূমিকায় অভিনয় করিনি। তাই প্রচন্ড এক্সাইটেড। আশা করি যমজ বোনের চরিত্রে সবাই আমাকে সাদরে গ্রহণ করে নেবে।  শুধু তাই নয়। ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন সকালে ট্যুইটারের মাধ্যমে সানি সবাইকে জানান ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। তিনি আরও জানান, প্রথম দৃশ্য শুরু হয়েছে দারুণ একটা হাসির সিন দিয়ে।  ছবির প্রযোজক জানিয়েছেন, এই ছবি হতে চলেছে ক্রেজিয়ার, সেক্সিয়ার আর ফানিয়ার। এতদিন একা সানি স্ক্রিনে আগুন লাগিয়ে দিতেন। আর এই ছবিতে যমজ সানিকে বলিউডের ‘হটেস্ট টুইনস’ বলে চিরকাল মনে রাখবে দর্শক।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য