Hiru-1মোঃ ইউসুফ আলীঃ কেউ মানুক আর নাই মানুক আজ বসন্ত। ৬ ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু ঋতুরাজ বসন্তের এই দিনে মুছে ফেলা হয় শীত, বর্ষা, গরমসহ অসহ্য দহনীয় স্মৃতিগুলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয় ঋতুর মধ্যে বসন্তকে বলা ঋতুরাজ। বসন্তের সুন্দর পরিবেশের আবহাওয়া গ্রহন করে অবগাহন। প্রকৃতিকে উদ্ভাসিত করে বসন্ত নতুন রুপে আর্বিভূত হয়। বসন্তকে সৌন্দর্যের রুপ দিতে এই ঋতু থেকেই পলাশ, শিমুলসহ বিভিন্ন ফুল পরিপুষ্টত হয়ে মানুষের মনে আনন্দের শিহরন জাগায়। মনের সাধকে মেটাতে আম, লিচুসহ বিভিন্ন ফলের মুকুল আসে। আনন্দের শিহরনকে জাগরিত করতে প্রতীক হিসেবে দিনাজপুর শহরের সাংবাদিক শাহারিয়ার হিরুর ১৩ বছরের কন্যা নেহা শাহারিয়ারকে ফুলে ফুলে সাজিয়ে বসন্তের রানীতে রুপ দেয়া হয়েছে। এই বসন্ত দেশের মানুষের সকল দুঃখ,বেদনা ও সহিংসতার গ্লানিকে মুছে ফেলবে। আর এই প্রত্যয় নিয়ে দিনাজপুরসহ সারা দেশের ফুলের দোকান গুলোতে ছেলেমেয়ে, যুবক-যুবতীসহ মানুষের উপচে পড়া ভীড়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য