Pic-3ইউসুফ আলী ॥ জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী বলেছেন, প্রাথমিক শিক্ষায় সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। সরকারের প্রতিশ্রুতি মোতাবেক বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের প্রায় শতভাগ ভর্তি হয়েছে। ঝরে পড়ার হার ২০০৫ সালের ৪৭ দশমিক ২ থেকে বর্তমানে ২১ শতাংশে নেমে এসেছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য সরকার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রস্ক প্রকল্প চালু করেছে। সরকারের কর্মসূচীর পাশাপাশি প্রায় সহস্রাধিক বে-সরকারি সংস্থাও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের কাজ করছে। তিনি উপস্থিত শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই স্কুল যাবা এবং তোমাদের প্রতিবেশি যদি কেউ, থেকে থাকে তাদেরকেউ স্কুলে যেতে উৎসাহিত করবে। Pic-4৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত সোমবার  সকাল ১০ টায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিসি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ তৌফিক ইমাম’র এর সভাতিত্বে ও সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায়  এবং “টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা” এই শ্লোগানকে সামনে রেখে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক  দিলীপ কুমার সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিন আক্তার, বিএসডিএ’র প্রশাসনিক কর্মকর্তা ধর্ম নারায়ন বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকাল ৯ টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিলা স্কুলে গিয়ে সমাপ্ত হয়। Pic-2র‌্যালীতে জেলা প্রশাসন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ব্রাক স্কুল, পুলহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ল্ড ভিশন, একাডেমি স্কুল, পাক পাহাড়পুর শিক্ষা দপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য