Charaমোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি গতকাল বৃহস্পতিবার বিকেলে ১নং ঝলশালশিরি ইউনিয়ন পরিষদ চত্বরে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে সরকারি অংশের সম্মানী ভাতার ১০ হাজার টাকা শালশিরি  ঈদগাঁও মাঠে, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ হাজার টাকা সহ এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার ও কয়েকজন দুস্থকে নগদ পাঁচশত টাকা বিতরণ করেন। সম্মানী ভাতার টাকা বিতরণের সময় বোদা উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুল্লাহ আসাদ, ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সফিউল ইসলাম, দৈনিক করতোয়ার বোদা প্রতিনিধি সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ ইতিপুর্বে ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তার সম্মানী ভাতা অনুদান হিসেবে প্রদান করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য