Arrরতন সিং, দিনাজপুর॥ সংখ্যালঘু পরিবারের সদস্যদের উপর সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলার ৩ পলাতক আসামীকে বুধবার সকালে দিনাজপুর কোতয়ালী পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে সদর উপজেলার বাশেরহাট নামকস্থান থেকে কর্ণাই গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা, লুট, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে উক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে কর্ণাই কাটাপাড়ার মৃত সাখাওয়াত হোসেনের পুত্র আব্দুল মালেক (৫০) ও মৃত মোশাররফ আলীর পুত্র আব্দুল করিম (৪০) এবং মহাদেবপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র মজনু (৩৬)। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কর্ণাইয়ের ঘটনায় ৩টি মামলায় বুধবার পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য