CS PIC-02-09-14এফ রহমান বাবু ॥ দিনাজপুরের সিভিল সার্জন ও প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সদস্যবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে দিনাজপুরের সিভিল সার্জন ও প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সদস্যবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোশায়ের-উল ইসলাম। সংগঠনের সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাসতুরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইএনটি ক্লিনিক) ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ, ডাঃ সাইদুর রহমান, ডাঃ  ইরেশ চন্দ্র ভট্টাচার্য্য, সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালক হিসেবে ছিলেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান তপন। উক্ত মতবিনিময় সভায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম ও বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য