Press Photoআরিফ উদ্দি, গাইবান্ধা থেকেঃ চ্যানেল আই-এর উপস্থাপক বিশিষ্ট সাংবাদিক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে নৃশংস ভাবে হত্যা এবং পুলিশি নির্যাতনে একুশে টিভি’র সিনিয়র রিপোর্টার অখিল পোদ্দারকে আহতসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে এক প্রতিবাদ সভা গতকাল রোববার বিকেলে গাইবান্ধা রোডস্থ পলাশবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মন্জুর কাদির মুকুলের সভাপতিত্বে  প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামিকুল ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ উদ্দিন ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সরদার প্রমুখ। সভায় বক্তারা মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে নৃশংস ভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার এবং একুশে টিভি’র সিনিয়র রিপোর্টার অখিল পোদ্দারকে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার শাস্তির দাবী জানান।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য