06 Dhoniস্পোর্টস ডেস্ক: উইকেটরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সবধরণের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড এখন ভারতের এই অধিনায়কের দখলে। এই রেকর্ডটিতে এতদিন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকরার সঙ্গে যৌথ মালিকানা ছিল ধোনির। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অ্যালিস্টার কুককে স্টাম্পিং করে রেকর্ডটি নিজের করে নিলেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো ধোনি। ইংল্যান্ডের অধিনায়ক কুক ধোনির ক্যারিয়ারের ১৩০তম স্টাম্পিং। এর পর তিনি জো রুটকেও স্টাম্পিং করে সংখ্যাটা ১৩১-এ নিয়ে যান। তবে সব মিলিয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেও আলাদাভাবে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির কোনোটিতেই সর্বোচ্চ স্টাম্পিং ধোনির অধিকারে নেই। হতাশাজনক একটি টেস্ট সিরিজ শেষ করার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় ধোনির ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিতে ২-০তে এগিয়ে গেল তারা।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য