2-Brad-pit-angelina-jolie (1)চুপিচুপি বিয়ের পর এবার হানিমুনে যাচ্ছেন হলিউডের তারকা দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ের পরই নিজের নতুন ছবি ‘ফিউরি’র প্রচারণায় ইংল্যান্ড গেছেন ব্র্যাড পিট। আগামী দু-একদিনের মধ্যেই আবারও ফ্রান্সে জোলির কাছে ফিরবেন পিট। এখানেই নিজেদের হানিমুন পর্বটা সারবেন তারা। জানা গেছে, তাদের এই হানিমুন হবে ৬ সন্তানসহ। পিট-জোলির ৬ সন্তান খুব উপভোগ করছে ফ্রান্সের ছুটির দিনগুলো। এ জন্যই তাদের এই আনন্দ নষ্ট করতে চান না জোলি। তিনিই পিটকে অনুরোধ করেছেন সন্তানদের নিয়েই হানিমুন করার। পিটও জোলির সঙ্গে একমত পোষণ করেছেন। ফ্রান্সের কয়েকটি আইল্যান্ডে জোলি-পিট একান্ত সময়গুলো কাটাবেন। অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, আমি আর পিট গত কয়েক বছর ধরেই একসঙ্গে ছিলাম। এখন শুধু বিয়ের আনুষ্ঠানিকতাটা সারলাম। তবে আমাদের কাছে মনের মিলনটাই বেশি মুখ্য ছিল। এ কারণেই এতদিন ধরে একসঙ্গে আছি আমরা। সারা জীবনই থাকতে চাই। তিনি বলেন, আমাদের হানিমুনের সময়টা ফ্রান্সের আইল্যান্ডেই কাটাবো। এখানকার আবহাওয়াটা অনেক বেশি রোমান্টিক। বাচ্চারাও অনেক আনন্দ করছে। তবে খুব বেশি দিন থাকা হবে না। কারণ, খুব শিগগিরই পিট ও আমি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। সবার দোয়া ও শুভ কামনা চাই।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য