Kashi-25-08-14--কাশী কুমার দাস॥ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পুলিশ বনাম ব্যাটমিন্টন ফাউন্ডেশনের ফুটবল প্রীতিম্যাচ। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশপাশী বিনোদনমুলক অনুষ্ঠানে নিজেদের সম্পৃক্ত করার লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন মাঠে পুলিশ প্রশাসন বনাম ব্যাটমিন্টন ফাউন্ডেশনের খেলোয়াড়দের মাঝে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ব্যাটমিন্টন ফাউন্ডেশনের দলনেতা ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, সহ দলনেতা স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ হামিদুল হক এবং টিম ম্যানেজার ছিলেন সাজেদুর রহমান শিলু। অপরদিকে পুলিশ প্রশাসনের দলনেতা ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এবং টিম ম্যানেজার ছিলেন মোঃ ইকবাল হোসেন।

ব্যাটমিন্টন ফাউন্ডেশনের পক্ষে ফুটবল খেলেন জেলা পরিষদের নির্বাহী প্রধান সত্যেন্দ্র কুমার সরকার,  এডিসি (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, এডিসি (রাজস্ব) মোঃ এনামুল হক, এডিসি (শিক্ষা) তৌফিক ইমাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আমির আলী, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান চিকিৎসক ডাঃ ফয়জার রহমানসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

অপর পক্ষে পুলিশ প্রশাসনের পক্ষে খেলেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুুপার সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার আবু তারেকসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য