07 Sonakshi-Haniইয়ো ইয়ো হানি সিং-র কামালে রীতিমতো সরগরম বি-টাউন৷ এবার ‘দেশি কালাকার’ ভিডিওতে বলিউড ডিভা সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধলেন হানি৷ গানের কম্পোজিশন থেকে গান গাওয়া সবটুকুই হানির নিজস্ব অবদান৷ এই ভিডিওতে সোনাক্ষী রয়েছেন এক পাঞ্জাবি মেয়ের ভূমিকায় যে তার প্রেমিক ইয়ো ইয়ো-র প্রেমে মত্ত৷ এছাড়াও দেখা যাচ্ছে প্রেমিকা সোনাক্ষীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হানি গাড়িতে তার জন্য গান গাইছেন৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ ধনী পরিবারের মেয়ে হওয়ায় শেষ অবধি সোনাক্ষীর বাবার হাতে ধরা পরে যান এই প্রেমিক যুগল৷- ওয়েবসাইট।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য