Dinajpur-23-08-2014জিন্নাত হোসেনঃ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ ইয়াসিন আলী বলেছেন, আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষার দিকে মনোযোগী হয়ে তাদের আশা-আকাংখা পুরনের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়ায় মনোযোগী হলে আদিবাসী জনগোষ্ঠি সমাজে মাথা উুঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য তিনি আদিবাসীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

২৩ আগষ্ট শনিবার দিনাজপুর নাট্য সমিতি মিলানয়তনে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
Dinajpur-23-08-2014-
জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক হবিবর রহমান, জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, বিশিষ্ট কৃষক নেতা আব্দুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক আলেকজান্ডার হাসদা।

আলোচনা সভার পুর্বে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তন থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য