IMG_0008 (FILEminimizer)বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গীতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে ল্যান প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। ক্যাটালিস্ট হেলডেটাসসুইস ইন্টার কোঅপারেশন পাটনারশীপ লোকায়লে এগ্রি বিজনেস নেটওয়ার্ক(ল্যান) প্রোগ্রাম বালিয়াডাঙ্গী সার, বীজ ডিলার এসোসিয়েশনের সাথে প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন বালিয়াডাঙ্গী মোমিনুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, এছাড়া পরিচালক সার্ভিস ইমারজেন্সী ফর রুবাল পিপল(সার্প) হিমাংশু চন্দ্র চন্দ, পরিচালক রিজিওনাল কোঅডিনেটর ল্যান প্রকল্প দিনাজপুর অঞ্চল ফারুক হোসেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের কার্যকারী নির্বাহী কমিটির সদস্য মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী উপজেলার সার, বীজ, মৎস্য চাষ, কৃষক সহ আরও অনেকেই ল্যান প্রকল্প অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য