21.08.2014 purskarমোঃ মীর কাসেম লালু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ বৃহস্পতিবার সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। স্কুলের পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোস্তাক আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসরা ক.খ আলাওল হাদী, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, অঙ্কুর কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ বাবু গিরিজানাথ দাস, সেন্ট ম্যাথিউস ইন্টাঃ ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক মি. নগেন্দ্রনাথ বর্ম্মণ, স্কুলের অধ্যক্ষ মোঃ হামিদুল হক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য