Kashiকাশী কুমার দাস ॥ বৃহ্স্পতিবার লাইট হাউজ (আরসিসি প্রজেক্ট) দিনাজপুর ডিআইসি হলরুমে পিএফটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. খায়রুল বাশার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্ব্স্থ্যা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।  সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে লাইট হাউজ দিনাজপুর ডিআইসি’র ম্যানেজার মোঃ সফিউল আযম পিএফটি’র লক্ষ্য ও উদ্দেশ্য, হিজরা জনগোষ্টীর মানবাধিকার, প্রকল্প বাস্তবায়নে পিএফটির সদস্যদের ভুমিকার প্রশংসা ও তাদের সহযোগীতার জন্য সকল সদস্যদের  ধন্যবাদ জানান এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব দেন। সভায় উপস্থিত ইসলাম, হিন্দু খ্রিষ্টান সকল সদস্য এ বিষয়ে তাদের স্ব-স্ব ধর্মের ব্যাখ্যা দেন। প্রকল্পের লক্ষ্য ও অর্জণ নিয়ে আলোচনা করেন ওএস মোঃ মিজানুর রহমান। সভায় দিনাজপুর পৌরসভার মেয়র, সিভিল সার্জনের প্রতিনিধিসহ মোট ১৫ জন পিএফটি সদস্য অংশগ্রহণ করেন। সভা পরিচালণা করেন ওএস মোঃ আতিকুর রহমান। হিজরা সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন সদস্য আকাশী।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য