IMG_4196কাশী কুমার দাস ॥ দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ আজিজুল ইমামা চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক মানুষিকতার একজন রাজনৈতিকবিদ মানুষ ছিলেন। তিনি ইসলামকে অন্তরে লালন করতেন। তাই তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এদেশে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল তারা কখনো ইমাম ওলামাদের মুল্যায়ন করেনি শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করে গেছেন। শেখ মুজিবুর রহমান ইমাম ওলামাদের জন্য অনেক কিছু করে গেছেন। বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে রূপান্তর করে এদেশকে উন্নয়নের দিগে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার দিনাজপর জিলা স্কুল মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা (সমন্বয় বিভাগ) সহকারী পরিচালক মুহাম্মদ মুজিবউল্লাহ ফরহাদ, ইমাম প্রশিক্ষন একাডেমির উপ পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসালাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা হতে আগত ধর্মীয় আলোচক ও বিশিষ্ট ইসলামিক চিন্তবিদ মাওঃ জহরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য