jonmastomiমোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ সনাতন ধর্মের প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ও জন্মাষ্টমী উপলক্ষে বোদা গোবিন্দ জিউ মন্দির থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি রথীন্দ্র নাথ দে বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক প্রবীর চন্দ নয়ন, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা ও প্রভাষক এমরান-আল-আমিন, উদয় কুমার ঘোষ প্রমুখ। শোভাযাত্রা ও  আলোচনা সভায়  ধর্মীয় নেতৃবৃন্দ সহ ভক্ত-অনুরাগীরা অংশ নেয়। উল্লেখ্য: সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত করেছেন আবাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের কৃষ্ণপরে অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহন করেন। সনাতন ধমালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত্ত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠাতার জন্য মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। আর সে কারণে যুগে যুগে তিনি পৃথিবীতে আর্বিভাব হয়ে দুষ্টের দমন করে ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য