Dinajpur(4)-16-08-14জিন্নাত হোসেনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, শোক র‌্যালী এবং বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদাঞ্জলি অর্পন। ১৫ আগস্ট দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এমদাদ সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এর পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মানিক বসাক, মোয়াজ্জেম হোসেন, শাহ জামাল, জিয়াউর রহমান জিয়াসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। শোক র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১০টি ইউনিয়নে ও ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ড সমুহে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং গরীবও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য