07 deepika-anushkaপ্রেমিকের সাবেক প্রেমিকাকে কে পছন্দ করেন? তবে সেই নারী যদি হন অন্যতম প্রতিযোগী তবে তো কোন কথাই নেই। এমন মনোভাবের কারণে দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মা সম্পর্ক যে খুব একটা মধুর নয়- তা কারো অজানা নয়। তবে পরিস্থিতি বলছে অন্য কথা। ধারণা করা হতো ক্যাটরিনার খুব একটা পছন্দের তালিকায় নাম নেই দীপিকার। ঠিক সমানভাবেই দীপিকার পছন্দের লিস্টে নাম নেই আনুশকার। এমনকি রণবীর সিংয়ের ‘দিল ধড়কানে দো’ ছবির শুটিং-এ নিজের সম্পর্ক বাঁচাতে ছুটেও গিয়েছিলেন দীপিকা। কিন্তু, বলিউডে এখন জোর গুঞ্জন চলছে, যে আনুশকাকে দীপিকা মোটেই পছন্দ করেন না, তার পরবর্তী ছবি ‘এনএইচ ১০’ এ নাকি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। আনুশকা শর্মার হোম প্রোডাকশনের এই সিনেমায় দীপিকার উপস্থিতির খবর শুনে স্বভাবতই খুব তাজ্জব বলিউড। এই খবরটি যদি সত্যি হয়, তাহলে আশা করা যাচ্ছে দীপিকা-আনুশকা লড়াই বন্ধ হয়ে এবার একই ইন্ডাস্ট্রির সহকর্মী- এই মনোভাব তৈরি হবে।’এনএইচ ১০’ ছবিটি বেড়াতে যাওয়ার পথে ঘটে যাওয়া একটি ক্রাইমের ওপর নিভর্র করে তৈরি হয়েছে। নভদীপ সিংয়ের এই থ্রিলার ছবি আগামী বছরের মধ্যভাগে মুক্তি পেতে পারে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য