news & Pic fulbari dinajpur 11-08-2014মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ গাজাসহ ১জন ব্যবসায়ীকে আটক করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল করিম গোপন সংবাদের ভিক্তিতে এস.আই শাহ আলমকে উক্ত স্থানের সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুর যাওয়া নিদেশ দেয়। নির্দেশ মোতাবেক এস.আই শাহ আলম তাৎক্ষনিক গত ১০ই আগস্ট বিকেল সাড়ে ৩টায় উপজেলার  ফুলবাড়ী মাদিলা পাকা রাস্তার দামারমোড় নামক স্থানে উৎপেতে থেকে উপজেলার হরগোবিন্দপুর গ্রামের মৃত: সমশের আলী পুত্র মোঃ মঞ্জরুল (৪২) কে সেলুনের দোকান থেকে ২০০ গ্রাম গাজাসহ আটক করে। এই ব্যাপারের তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, তারিখ-১০-০৮-২০১৪ইং।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য