yeRiM 02হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও গতানুগতিক ধারার সাথে সামঞ্জস্য রাখতে সরকারের গৃহীত পদক্ষেপ গুলোর মধ্যে একটি হল মাধ্যমিক স্কুল গুলোকে কলেজ শাখায় রুপান্তর। এরই ধারাবাহিকতায় ৫০-৬০ জন ছাত্র/ছাত্রী নিয়ে বাংলাহিলি পাইলট হাইস্কুল এন্ড কলেজের পূর্ব বিল্ডিং এ সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়ে গেল উক্ত স্কুলটির কলেজ শাখার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট হাইস্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ রকিব উদ্দীন, বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রশিদ, মোঃ আনোয়ার কবির, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মোঃ শফিউল আলম, প্রভাষক জীববিজ্ঞান, মোঃ লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক ইংরেজি, ডা. মোঃ আলতাফ হোসেন, হাকিমপুর প্রতিনিধি, দৈনিক করতোয়া। অনুষ্ঠানে বাংলাহিলি পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ হাসিনুর রশীদ তাঁর বক্তব্যে নতুনভাবে আরম্ব হওয়া কলেজটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং নবাগত ছাত্র/ছাত্রীদের উপদেশ ও গঠন মুলক উপদেশ প্রদান করেন। দৈনিক করতোয়ার হাকিমপুর প্রতিনিধি ডা. মোঃ আলতাফ হোসেন ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির বিভিন্ন সামাজিক অবদান তুলে ধরেন। বিদ্যালয়ের নবনিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রভাষক মোঃ আনোয়ার কবির কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রকে আরো একধাপ এগিয়ে নেওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। কলেজের অধ্যক্ষ মোঃ রকিব উদ্দীন জানান, নতুন ভাবে প্রতিষ্ঠিত হলেও কলেজের ছাত্র/ছাত্রীদের কোন রকম অসুবিধা ভোগ করতে হবে না। কলেজের নতুন বিল্ডিং নির্মান, শিক্ষক নিয়োগ, সাইন্স ল্যাবরেটরী ও যন্ত্রপাতি, বিদ্যুৎ ব্যবস্থা, পানি ব্যবস্থা সবই পর্যাপ্ত এবং অন্যান্য সুবিধাদি প্রক্রিয়াধীন। উপস্থিত কলেজ শাখার শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মাঝে গিফট বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য