Hili ভারতীয় মালামাল জব্দসৈয়দ শিমুল, নিজস্ব প্রতিনিধিঃ ০৬ আগস্ট ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৭ আগস্ট ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ বেগমপুর মোড়, মন্ডব, চাপড়া ও দিনাজপু সদর থানাস্থ কনজকুড়ি এবং ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৫৬ বোতল ফেন্সিডিল, ০২ বোতল বিদেশী মদ, ০২ টি শাড়ী, ২৪ বোতল আমল কুল দুধ, ০৬ টি শার্ট পিছ, ১৫০ টি ষ্টীলের গ্লাস, ১০০ কেজি ইউরিয়া সার, ৩২ প্যাকেট বাজি, ২০০ টি বিভিন্ন প্রকার প্রসাধনী এবং ৫০০০ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-২,৫১,০০০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে কাষ্টমসে জমা করা হয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য