Shoudor-Raly-Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুকুর মোল্লার সভাপতিত্বে ‘মায়ের দুধ আর ঘরে তৈরি খাবার লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রউফ সরকার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আজিম উদ্দিন সরকার, একতা এনজিও প্রতিনিধি গোলাম মোস্তফা, মজিবর রহমান খোকন, কলিংস, মানিক মোহন্ত, ব্র্যাক প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন একতা, সিএলপি ও ডিএনআইপি এনজিও। সহযেগিতায় ছিলেন জিওবি, অসএইড ও ইউকেএইড। এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারী, একতা ও ব্র্যাক এনজিও প্রতিনিধির অংশ গ্রহণে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য