01 Juiজুহি চাওলা ফিল্ম ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’ ছবি দিয়ে হলিউডের নিজের পা রাখতে যাচ্ছেন। এই ছবিতে জুহি একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করবেন। আপাতত এই ছবির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। কম্পিউটারের সাহায্যে জুহিকে বয়স্ক বানানো হচ্ছে। ছবিতে জুহি ওম পুরির স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে জুহির চরিত্র খুব বেশি সময়ের না হলেও এটি ছবির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। ছবির গল্প এক এমন ভারতীয় পরিবারকে যারা ফ্রান্সে থাকেন ও রেস্টোরেন্ট চালান। বিখ্যাত প্রযোজক স্টীভেন স্পীলবার্গ, অপরা উইনফ্রে ও জুলিয়েট ব্ল্যাকের সঙ্গে মিলে এই ছবি তৈরি করছেন। ছবিটি পরিচালনা করছেন লেসে হাসস্ট্রাম্স। এই ছবিটে সুর দিয়েছেন এ আর রেহমান। এই ছবি আগামী ৪ আগস্ট রিলিজ হবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য