BGBরতন সিং, দিনাজপুর থেকে ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিস্থল বন্দরে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৮৪ হাজার ৮শ পিস চকলেট বোমা, যৌন উত্তেজক টেবলেট, ফেন্সিডিল, শাড়ী, থান কাপড়সহ ১ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। জানা গেছে, গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১ লক্ষ ৮৪ হাজার ৮শ পিস চকলেট বোমা, ৩ হাজার ৬৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ ২০ লক্ষ ২৫ হাজার ৮৯০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করা হয়। এসময় ট্রেন যোগে ভারতীয় পণ্য পরিবহনের অভিযোগে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মিতা সিনেমা হল রোডের অনীল কুমারের পুত্র উজ্জ্ল কুমার (২৮)কে আটক করা হয়। ট্রেন তল্লাশী করে বিজিবি’র টহলদল ভারতীয় জিরা, বিভিন্ন ধরনের শুকনা খাবার ও থান কাপড় উদ্ধার করেছে। সূত্রটি জানায়, উদ্ধারকৃত চকলেট বোমাগুলো ১ হাজার ৮৪৮টি প্যাকেটে ভর্তি করে হিলিস্থল বন্দরে জমা করা হয়েছিল। প্যাকেটগুলো সুযোগমত পরিবহন যোগে দেশের অন্য কোথাও নিয়ে যাওয়া হতো। বিজিবি’র টহলদল টের পেয়ে চকলেট বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য