BGB Photoবিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মোটর সাইকেল জব্দ করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, (১১ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাবিবের নেতৃত্বে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার বিজুুল গ্রামের ১টি পরিত্যক্ত বাড়ী থেকে নম্বর বিহীন ৫টি ভারতীয় চোরাই মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেলগুলো হলো ২টি পালসার-১৫০সিসি, ১টি ডিসকভার-১২৫সিসি ও ২টি ডিসকভার-১০০সিসি।

বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজুল গ্রামের ১টি পরিত্যক্ত বাড়ী থেকে ভারতীয় চোরাই মোটর সাইকেল গুলো জব্দ করা হয়।

এবিষয়ে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লে:কর্ণেল জাহিদুর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মোটর সাইকেলগুলো থানায় জমা দিয়ে মামলা দেওয়া হবে। তিনি আরো জানান, চোরাচালান ও মাদক দ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য