Train----0020131120112149মোঃ মিলন পারভেজ পার্বতীপুরঃ মোবাইল ফোনে এসএমএস করলেই উত্তরাঞ্চলের ৪টি আন্তঃনগর ট্রেনের সময় সূচী ও অবস্থান জানা যাচ্ছে। যাত্রী সাধারনের সুবিধার জন্য পরীক্ষামূলক ভাবে গ্রামীনফোন এ সার্ভিস চালু  করেছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। পশ্চিম রেলের লালমনির হাট ডিভিশনের এটিএস সাজ্জাদ হোসেন জানান, উত্তরাঞ্চলের দিনাজপুর-থেকে ঢাকাগামী একতা, দ্রুতযান ও লালমনিরহাট ও রংপুর থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস মোবাইল প্রযুক্তির আওতায় এসেছে।  পরবর্তিতে অন্যান্য ট্রেন গুলো এই সার্ভিসের আওতায় আসবে। তিনি জানান, যাত্রীরা মোবাইল অপশনে গিয়ে TR লিখে ইস্পেস দিয়ে ট্রেনের নম্বর একতা (আপ ৭০৫ ডাউন ৭০৬), দ্রুতযান (আপ ৭৫৭ ডাউন ৭৫৮), লালমনি (আপ ৭৫১ ডাউন ৭৫২), রংপুর এক্সপ্রেস (আপ ৭৭১ ডাউন ৭৭২) লিখে ১৬৩১৮ নম্বরে সেন্ট করলে ট্রেনের অবস্থান সময় সূচি জানা যাবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য