Dinajpur SA TV Photo-23 Janএসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় দিনাজপুর উপরশহর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন। প্রতিযোগিতায় শহরের ৬টি বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান চিত্রাংকন প্রতিযোগিতার কক্ষ পরিদর্শন করেন। প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে সাহাবুর সৌরভ প্রথম, হিয়া দ্বিতীয় ও নওশিন নাওয়ার তৃতীয় এবং খ গ্রুপে ইসমত আরা প্রথম, সুমি আক্তার দ্বিতীয় ও পারভেজ তৃতীয় স্থান অধিকার করে। দুপুর ২ টায় প্রতিযোগিতায় দু’টি গ্রুপের বিজয়ী ৬ জনের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও অংশগ্রহনকারী সকলকেই সান্তনা পুরস্কার প্রদান করা হয়। এ সময় এসএ টিভি দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, মোফাচ্ছেরুল রাশেদ, খুরশিদ আলম আকাশ, এসএ পরিবহনের ম্যানেজার নাজমুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার ফারহানা আফরোজ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নুর ছাবা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে বই ও বর্ষপঞ্জি উপহার দেওয়া হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য