03 Sunny Leoneপর্নের জগত ছেড়ে আসা “সানি লিওন” বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বলিউডে আইটেম গানে পর্দায়। রাগীনি এমএমএস ২ এর আইটেম গান বেবি ডলের পর আবারও তাকে দেখা যাবে ‘হেট স্টোরি ২’ এর ‘পিঙ্ক লিপস’ আইটেম গানের পর্দায়।
বিক্রম ভাটের আগামী সিনেমা ‘হেট স্টোরি ২’ এর আইটেম গানের টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গানের শিহরণ জাগাতে প্রস্তুত সানি লিওন। নৃত্যে যৌন আবেদনে ভরপুর প্রাক্তন পর্নো তারকা সানি লিওন। খুশবু গ্রেওয়ালের কণ্ঠে ওই আইটেম গানে শরীরী বিভঙ্গে মাত করতে চলেছেন সানি।
বিশাল পান্ডে পরিচালিত ‘হেট স্টোরি ২’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। সূত্র: ওয়েবসাইট

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য