UPE2রতন সিং, দিনাজপুর॥ দিনাজপুরে ৪টি উপজেলার ৩টি পদের ৬১ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এর মধ্যে ২৪ জন চেয়ারম্যান, ২৪ জন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার দ্বিতীয় দফায় ঘোষিত তফসীলে জেলার ৪টি উপজেলা বীরগঞ্জ, বিরামপুর, চিরিরবন্দর ও ঘোড়াঘাটের ৬১ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকলকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করেন। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ৮ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান, চিরিরবন্দর উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান, বিরামপুর উপজেলায় ৬ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঘোড়াঘাট উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে। এদিকে গতকাল মঙ্গলবার জেলার কাহারোল ও খানসামা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য