birampur upojila healthসৈয়দ শিমুল, নিজস্ব প্রতিবেদকঃ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিরামপুর উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে এম আর ক্যাম্পেইন উপলক্ষে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গকে অভিহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ পরিতোষ চন্দ্র দাশ গুপ্তর সভাপত্বিতে উক্ত আলোচন সভায় উপস্থিত ছিলেন,আর এম ও ডাঃ সিরাজুল ইসলাম ডাঃ শাহ্ নেওয়াজ সুজন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী,সাধারন সম্পাদক মোরশেদ মানিক ,ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য বিভাগের ম্যানেজার টমাস অধিকারী লিংকন,ব্র্যাক উপজেলা স্বাস্থ্য ম্যানেজার রেজাউল করিম,উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মাহমুদুল হক মানিক,স্বাস্থ্য বিভাগের মনির হোসেন,সাংবাদিক আব্দুর রশিদ ও খোরশেদ আলম শিমুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম  বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধের টিকা সকল স্কুল-মাদ্রাসা,হাসপাতাল,ক্লিনিক ,কমিনিউটি সেন্টার ও টিকা খাওয়ানো হলুদ পতাকা সম্বলিত স্থানে টিকা গ্রহন করার জন্য বিশেষ ভাবে তাগিদ দেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য