arr3গোলাপ হোসেন, দিনাজপুর॥- দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-৩ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৭ এর বিজ্ঞ বিচারক মোঃ মোস্তফা কামাল গতকাল বুধবার এক রায়ে অবৈধ ফেন্সিডিল রাখার দায়ে ২ আসামীর প্রত্যেককে ২ বছর সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আসামীরা হলেন জেলার ঘোড়াঘাট উপজেলার পশ্চিম আমড়া গ্রামের মৃত আনিসুর রহমানের পুত্র সফি মিয়া ওরফে সফিকুল ও নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত সামু সেখের পুত্র মোঃ আনোয়ার হোসেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত ৪/৮/০৯ ইং তারিখ নবাবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার রতœাদিঘী নামকস্থানে উক্ত আসামীদ্বয়কে আটক করে এবং তাদের নিকট থেকে ২২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।  বিজ্ঞ বিচারক মামলার সাক্ষ্য প্রমাণ ও সওয়াল জবাব শ্রবনান্তে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত রায় প্রদান করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য