5-MONA (1)আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কারিনার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন মোনা সিং। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে মোনার যথেষ্ট সুনাম আছে। কিন্তু তার পরিচালক ও প্রযোজকদের ওপর যথেষ্ট ক্ষোভ আছে। এই ক্ষোভের কারণ হচ্ছে, আজ পর্য়ন্ত তিনি যতগুলি ছবিতে অভিনয় করেছেন সবখানেই তাকে গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার জন্যে নেয়া হয়েছে। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে তিনি গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপরে তিনি আরো অনেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু প্রতিটি ছবিতেই তাকে গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার জন্যে নির্বাচন করা হয়। এখনো গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার জন্য তার কাছে অনেক অফার রয়েছে। কিন্তু মোনা এখন আর এ ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি নন। সেজন্য তিনি পরিচালক-প্রযোজকদের সঙ্গে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হচ্ছেন না। মোনা নিজেই বলেছেন, ‘একটা ছবিতে গর্ভবতী চরিত্রে অভিনয় করার মানে এই নয় যে সব ছবিতে আমাকে গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করতে হবে। আমার এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না। ভবিষ্যতে আর আমি এ ধরনের চরিত্রে অভিনয় করবো না। –ওয়েবসাইট।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য