নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে আফিল উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আফিল উদ্দিন মাগুড়া ইউনিয়নের সিদ্ধাপাড়া গ্রামের মৃত বাহাদুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশের কঞ্চির কোটা দিয়ে মঙ্গলবার বিকালে আফিল তার বাড়ির গাছের আম পাড়ছিলেন। এ সময় ওই বাঁশের কঞ্চির কোটার মাথা হেলে বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন রাতে সেখানে তার মৃত্যু হয়।
মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।