কানাডা থেকে পরিচালিত আইপিটিভি ‘নাগরিক টিভি’র বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছে নাগরিক টিভি নামে একটি আইপিটিভি।
বিদেশ থেকে এই চ্যানেল থেকে দেশের বিভিন্ন সম্মানিত নাগরিকের নামে মানহানিকর ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। এ কারণে ‘নাগরিক টিভির’ সম্প্রচার বন্ধ চেয়ে রিট দায়ের করেছি।