দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ইফতি রহমান সাকিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লালবাগ গোরস্তান সংলগ্ন পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফতি রহমান সাকিন।
ইফতি রহমান সাকিন লালবাগ এলাকার সাইফুর রহমানের ছেলে। সে চেহেলগাজী শিক্ষানিকেতনের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, সে নানা ইদ্রিস আলীর সঙ্গে নদীর ধারে লিচু বাগানে যায়। বাগান পরিষ্কার করার একপর্যায়ে নানার অগোচরে নদীতে গোসল করতে নামে। তখন সে নদীতে তলিয়ে যায়।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেফুজ তানজির বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে ডুবুরি এসে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ শুরু করেছেন। এখনো নিখোঁজ সাকিনের সন্ধান পাওয়া যায়নি।