নাটোরের সিংড়ায় এক বিধবা নারীকে প্রকাশ্যে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে সমালোচনা করছে সচেতন মহল। ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের মৃত আমিনুলের (ছদ্মনাম) স্ত্রী সাহেনা বেগম (৩২) (ছদ্মনাম) শুক্রবার সকালে সেমাই কিনতে দোকানে যান।
এ সময় একই গ্রামের আইয়ুব আলী (৪০) তার কাছে ১০ হাজার টাকা পান বলে দাবি করেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
পরে এ ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় বয়ে যায়। সচেতন মহল দোষী ব্যক্তির বিচারের দাবি জানানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।